সারাদেশ

খাগড়াছড়ি সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৩ , ৩:০৩:২৩ প্রিন্ট সংস্করণ

খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়িতে রামগড় সীমান্ত এলাকায় উপজেলা টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর রাতে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুমের নেতৃত্বে ইউএনও মমতা আফরিন এবং রামগড় থানার ওসি দেবপ্রিয় দাশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কমিটির বিশেষ এ অভিযান চালায়।অভিযানে রামগড় থানার মন্দির ঘাট থেকে মালিকবিহীন ১৯২ বোতল ভারতীয় মদ এবং ৪৯৮ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ ও বিজিবির যৌথ দল।

উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন অভিযানের বিষয়ে বলেন,এখন থেকে টাস্কফোর্স কমিটির সমন্বয়ে মাদক, সন্ত্রাস,চোরাচালান,পাচার রোধে নিয়মিত যৌথ অভিযান চলবে।’

বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক জানান,যাবতীয় চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে টাস্কফোর্স কমিটির অভিযান অব্যাহত থাকবে।

জব্দ মাদক আইনি প্রক্রিয়া শেষে ধংসের জন্য জোন সদরে জমা রাখা হবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

আরও খবর

Sponsered content