জাতীয়

ল্যানপ্যাক কনফারেন্স শেষে দেশে ফিরেছেন-সেনাবাহিনীর প্রধান,জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

  প্রতিনিধি ২২ মে ২০২৩ , ২:৫০:০১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।দ্যা ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) কনফারেন্স শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রোববার (২২ মে) তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে,সফরকালে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে গত ১৬ থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিত দ্যা ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) কনফারেন্সে এ অংশগ্রহণ করেন।এই কনফারেন্সে ৩০টি দেশের সেনাবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ‘মহাকাশ হুমকি মোকাবিলা,স্থল বাহিনীকে ভবিষ্যৎ অপারেশনের জন্য প্রস্তুতকরণ,সংঘাতপূর্ণ সমস্যাসমূহ মোকাবিলা,যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীর আধুনিকায়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

কনফারেন্সে যোগদানের পাশাপাশি সেনাপ্রধান বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।এসময় তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আরও খবর

Sponsered content