আন্তর্জাতিক

কুয়েত মসজিদ থেকে জুতা চুরির অপরাধে মিসরীয় প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে

  প্রতিনিধি ১০ জুন ২০২৪ , ৫:৩৪:১১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মসজিদ থেকে জুতা চুরির দায়ে মিসরী এক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত। অভিযুক্ত ওই প্রবাসীকে জুতা চুরির দায়ে তাকে ইতোমধ্যেই গ্রেফতারও করেছে দেশটির কর্তৃপক্ষ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়,সালমিয়া এলাকার একটি মসজিদ থেকে জুতা চুরির অভিযোগে এক মিসরীয় প্রবাসীকে গ্রেফতার করেছে কুয়েত কর্তৃপক্ষ।অপরাধ তদন্ত বিভাগের সঙ্গে সমন্বয় করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের পর গ্রেফতার করে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

খবরে বলা হয়,অপরাধের ঘোষণার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই প্রবাসীর একটি ছবিও প্রকাশ করা হয়েছে।তার বিরুদ্ধে বিচারাধীন মামলার রেজোলিউশন অনুসরণ করে ওই ব্যক্তিকে কুয়েত থেকে নির্বাসন তথা নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও,মসজিদ থেকে জুতা চুরির ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে,মিসরের ওই লোকটি জুতা চুরির কাজে লিপ্ত রয়েছেন।

আরও খবর

Sponsered content