আন্তর্জাতিক

বেসামরিক নাগরিকদের নিরাপদে সরানোর জন্য মিসর এবং ইসরায়েলসঙ্গে আলোচনা করছে-যুক্তরাষ্ট্র

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৩ , ৫:০৮:৫৪ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মার্কিন সরকার গাজা থেকে আমেরিকান ও অন্যান্য বেসামরিক নাগরিকদের নিরাপদে সরানোর বিষয়ে মিসর এবং ইসরায়েলসহ তার সহযোগী দেশগুলোর সঙ্গে আলোচনা করছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

একজন মার্কিন কর্মকর্তার মতে,গাজায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠাতে মানবিক করিডোর ব্যবহার করতে চায় মিসর। কিন্তু পালিয়ে আসা বেসামরিক নাগরিকদের গ্রহণ করার জন্য অন্য দিকে সীমান্ত খুলতে চায় না তারা।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বুধবার সিএনএনের দ্য মর্নিং-শোতে বলেছেন,আমরা মনে করি গাজায় থাকা আমেরিকান নাগরিকদের চলে যাওয়ার অনুমতি দেওয়া গুরুত্বপূর্ণ এবং এটি একটি সমস্যা যা নিয়ে আমরা কাজ করছি।’

মিলার যোগ করেন,আমরা অন্যান্য কূটনৈতিক প্রচেষ্টার মতো কাজটি নিঃশব্দে করছি।জনসমক্ষে বলার মতো এমন কোনো বিষয় এটি নয়,তবে বিষয়টি গুরুত্বপূর্ণ যা আমরা অর্জন করার চেষ্টা করছি।’

গাজা-ইসরায়েলের চলমান পরিস্থিতিতে মানবিক করিডোর প্রতিষ্ঠার জন্য চাপ বাড়ছে।আটকা পড়া আমেরিকানরা পরিস্থিতি সম্পর্কে ভয় এবং হতাশা প্রকাশ করেছে।ইসরায়েলি বাহিনী যে অঞ্চল থেকে হামলা চালাচ্ছে এখানে তারা নিরাপত্তা ছাড়াই আটকা পড়েছে।

মঙ্গলবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন,বিষয়টি নিয়ে আমরা ইসরায়েল এবং মিসরে আমাদের প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করছিলাম। বেসামরিক নাগরিকদের নিরাপদে বের করার জন্য মার্কিন সরকার কাজ করছে।’

তবে সুলিভান বা মিলার কেউই কোন সময়রেখা দেননি কখন এই ধরনের নিরাপদ করিডোর চালু হতে পারে।

সুলিভান গত কয়েকদিন ধরে মিশরীয় গুপ্তচর প্রধান আব্বাস কামেলের সঙ্গে কথা বলেছেন এবং কর্মকর্তারা মনে করছেন রাষ্ট্রপতি জো বাইডেন রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে যেকোনও সময়ে কথা বলবেন।

আরও খবর

Sponsered content