সারাদেশ

কুড়িগ্রামে ধার টাকা তুলতে হালখাতার আয়োজন

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৪ , ৩:২১:০৭ প্রিন্ট সংস্করণ

 

কুড়িগ্রাম প্রতিনিধি।।কুড়িগ্রামে ধার টাকা তুলতে হালখাতার।এই আয়োজনের মাধ্যমে মাত্র দেড় লাখ টাকা তুলতে পেরেছেন।যাঁরা টাকা ফেরত দিয়েছেন,তাঁদের হাতে বিরিয়ানির প্যাকেটও তুলে দিয়েছেন আবদুল আউয়াল সরকার নামের ওই ব্যক্তি।

 

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে।আবদুল আউয়াল আন্ধারীঝাড় এম এ এম উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।তাঁর বাড়ি পাশের জয়মনিরহাট ইউনিয়নের হাইকুমারীপাতি গ্রামে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে আন্ধারীঝাড় বাজারে শামিয়ানা টানিয়ে টেবিল–চেয়ার নিয়ে বসেন শিক্ষক আবদুল আউয়াল সরকার।এ সময় তাঁর কাছ থেকে টাকা ধার নেওয়া ব্যক্তিদের অনেকে এসে হাতে টাকা তুলে দেন।আর আবদুল আউয়াল সরকার টাকা গুনে নিয়ে খাতায় তালিকা করে তাঁদের হাতে তুলে দেন বিরিয়ানির প্যাকেট।

আবদুল আউয়াল সরকার বলেন, ‘একজনের বিপদ-আপদে অন্যজন পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক।আর আমার কাছে টাকা থাকলে কেউ চাইলে আমি না করতে পারি না।কিন্তু বন্ধুবান্ধব ও পরিচিতজনদের টাকা ধার দিতে দিতে সাড়ে তিন লাখ টাকা ধার হয়ে যায়।তারা টাকাটা দিচ্ছিল না।আর দীর্ঘদিনের ধার দেওয়া টাকা আমি লজ্জায় চাইতেও পারিনি।তাই এক বন্ধুর দোকানে হালখাতা অনুষ্ঠানে গিয়ে এই চিন্তা মাথায় আসে।পরে নির্বাচনের আগে তাদের সবাইকে হালখাতার চিঠি বিতরণ করি।’

 

আবদুল আউয়ালের দাবি, গতকাল হালখাতা করায় ২০ জন উপস্থিত হয়ে টাকা ফেরত দিয়েছেন।এতে প্রায় অর্ধেক টাকা উঠেছে।ঢাকায় অবস্থান করার কারণে অনেক বন্ধু টাকা দিয়ে হালখাতা করতে আসেননি। অনেকেই ফোনে জানিয়েছেন,কিছুদিনের মধ্যেই টাকা পরিশোধ করবেন।

 

হালখাতা করতে আসা যোবাইদুল ইসলাম নামের একজন বলেন, ‘আমি ছয় মাস আগে আমার মেয়ের ভর্তির বিষয়ে তার কাছ থেকে সাড়ে ছয় হাজার টাকা ধার নিয়েছিলাম।পরে সমস্যার কারণে টাকা ফেরত দিতে পারিনি।নির্বাচনের আগে আমার বাসায় হালখাতার চিঠি দিয়েছে।আজ এসে টাকা পরিশোধ করলাম।হালখাতার মাধ্যমে ধার করা টাকা আদায়ের ঘটনা আমার জীবনে প্রথম দেখলাম।পাওনা টাকা দিতে পেরে আমারও ভালো লাগছে।’

আরও খবর

Sponsered content