জাতীয়

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রিয়াজের বিরুদ্ধে দুদকে চিঠি

  প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২২ , ৪:০১:১৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর উওরার ইউনাইটেড কলেজের চেয়ারম্যান জাকির হুসাইন রিয়াজের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে রানা নামে এক ব্যবসায়ী।

অভিযোগ পএে লেখা আছে,অবৈধ পথে তিনি কোটি টাকার বনে গেছেন।রাজধানীর দক্ষিণখান গাওয়াইর পেয়ারাবাগান এলাকার ১৬২ নং বাড়ির মালিক তিনি।
দক্ষিণখান এলাকায় নামে বেনামে একাধিক ফ্লাট।উওরা এলাকায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠান।গাজীপুর চৌরাস্তা এলাকায় রিসোর্ট।

জানাগেছে,এই সম্পদের মূল উৎস,কলেজ সাটিফিকেট জালিয়াতি বাণিজ্য,টিসি বাণিজ্য ও অকৃতকার্য ছাত্র দের কৃতকার্য করে কোটি কোটি টাকা অবৈধ পথে অর্জন করেছেন তিনি।যাহা বেসরকারি টেলিভিশন প্রতিবেদনও প্রকাশ পায়।

দক্ষিণখান এলাকার বিজয় বলেন,কিছু দিন আগেও টিনসেট বাড়িতে থাকতেন রিয়াজ।হঠাৎ করে ৬ তলাবাড়ি,বিষয়টি আমরাও বুঝতে পারছি না।কি করে এত সম্পদের মালিক হলেন তিনি।

সোহেল রানা নামে একজন ব্যক্তি বলেন,সারাদিন ফোনে কথা বলতে দেখা যায় তাকে।শুনেছি স্কুল ব্যবসা করে।কিন্তু সামান্য স্কুল কলেজ চালিয়ে কিভাবে এন সম্পদ গড়েছেন তিনি।

এই বিষয় জাকির হুসাইন রিয়াজকে একাধিক বাড় ফোন দিয়েও পাওয়া যায় নি।

আরও খবর

Sponsered content