সারাদেশের খবর

কিশোরগঞ্জ আগুন লেগে ৩০ দোকান পুড়ে ছাই

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৩২:১৩ প্রিন্ট সংস্করণ

0Shares

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।কিশোরগঞ্জের তাড়াইলে বাজারে আগুন লেগে ৩০টি দোকান পুড়ে ছাই।শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে।বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে‌ স্থানীয় সূত্রে জানা যায় সূত্রে জানাযায়।

জানান,শনিবার দিনগত রাত পৌনে ১০টার দিকে তাড়াইল বাজারের এনায়েতের মার্কেটে আগুন লাগে।মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে কিশোরগঞ্জসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় পৌনে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তখন আগুনে ৩০টি দোকান পুড়ে যায়।

আগুনে দেড় দুই কোটি টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান দোকানের ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দাবি।

এ ব্যাপারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক আলী বলেন ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ শেষে বলা যাবে কত টাকার ক্ষতি হয়েছে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares