অপরাধ-আইন-আদালত

এসআই সন্তোষ হত্যার স্বীকৃতিমূলক বক্তব্য: শায়েস্তাগঞ্জ থানায় তদবীর করতে গিয়ে গ্রেপ্তার ছাত্র আন্দোলনের সমন্বয়ক

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ৩:১৫:০০ প্রিন্ট সংস্করণ

এসআই সন্তোষ হত্যার স্বীকৃতিমূলক বক্তব্য: শায়েস্তাগঞ্জ থানায় তদবীর করতে গিয়ে গ্রেপ্তার ছাত্র আন্দোলনের সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক।।হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় তদবীর করতে গিয়ে চাঞ্চল্যকর ঘটনায় জড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার মুখ্য সমন্বয়ক মোঃ মাহদী হাসান।সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে তিনি ৫ আগস্টের আন্দোলন চলাকালীন পুলিশের এসআই সন্তোষকে ঝুলিয়ে পিটিয়ে হত্যার পর আগুনে পুড়িয়ে মারার বিষয়ে স্বীকৃতিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ উঠেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়,থানার ভেতরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে মাহদী হাসান ওই হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে পুলিশকে চাপ প্রয়োগ করেন এবং একটি মামলার আসামি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।ঘটনার সময় শায়েস্তাগঞ্জ সার্কেলের একজন সহকারী পুলিশ সুপার (এএসপি) উপস্থিত ছিলেন বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।প্রিন্ট,অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়।একই সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে আইনশৃঙ্খলা,বিচারব্যবস্থা ও আন্দোলনের নৈতিকতা নিয়ে বিশেষ সম্পাদকীয় কলাম প্রকাশ করা হয়।

ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোঃ মাহদী হাসানকে শোকজ করে।পরবর্তীতে ভিডিও ফুটেজ,প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে,এসআই সন্তোষ হত্যার ঘটনায় ভিডিওতে দেওয়া বক্তব্য গুরুতর অপরাধের স্বীকৃতির শামিল।বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আইন বিশেষজ্ঞদের মতে,থানায় ঢুকে তদবীর,পুলিশকে চাপ প্রয়োগ এবং হত্যাকাণ্ডের স্বীকৃতি দেওয়া ফৌজদারি আইনে গুরুতর অপরাধ,যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও খবর

Sponsered content