অপরাধ-আইন-আদালত

এশিয়ার শীর্ষ আইনজীবীর তালিকায় সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন সহ ২০ বাংলাদেশী আইনজীবী

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৩ , ৫:৩৯:২২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সম্প্রতি এশিয়া ল’ ডিরেক্টরিতে প্রকাশিত তালিকায় এশিয়ার শীর্ষ আইনজীবীর তালিকায় স্থান পেয়েছেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন,তার মেয়ে সারা হোসেন,রোকন উদ্দিন মাহমুদ,আখতার ইমাম, তার মেয়ে রাশনা ইমাম ও আজমালুল হোসেনসহ ২০ বাংলাদেশি আইনজ্ঞ।

এটিই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে এশিয়ার আঞ্চলিক ও দেশীয় ফার্ম ও এই অঞ্চলের শীর্ষস্থানীয় আইনজীবীদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়।

স্বাধীন গবেষণা,পিয়ার ল ফার্ম ও আইনজীবী এবং ক্লায়েন্টদের মতামতের ভিত্তিতে এশিয়া ল’র র‌্যাঙ্কিং করা হয়।

শীর্ষ এই আইনজীবীদের তালিকায় থাকা অপর বাংলাদেশিরা হলেন তানজিব আলম,এবিএম নাসির উদ্দিন দৌলা,সজিব মাহমুদ আলম,আল আমিন রহমান,শরীফ ভূঁইয়া,ইমতিয়াজ ফারুক,আনিতা রহমান গাজী,সৈয়দ আফজাল হাসান উদ্দিন, আনাম হোসেন,নিহাদ কবির,মাসুদ খান,আমিনা খাতুন, ফেরদৌসুর রহমান ও সামির সাত্তার।

তালিকায় বাংলাদেশের প্রখ্যাত দেওয়ানি এবং কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আখতার ইমাম ও তার মেয়ে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামকে ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

প্রতি বছর এশিয়া অঞ্চলের দেশগুলোর সেরা আইনি সহায়তকারী প্রতিষ্ঠান ও আইনজীবীদের তালিকা প্রকাশ করে এশিয়া ল’ ডিরেক্টরি।তাদের নিজস্ব জরিপ ও তথ্যর ভিত্তিতে তালিকা প্রকাশ করা হয়।এছাড়া আইনজীবীদের যোগ্যতা, পেশায় অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে বিভিন্ন সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়।

এ বছর বাংলাদেশের ১২ জন বিশিষ্ট আইনজীবী ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি লাভ করেছেন।এ তালিকায় রয়েছেন ব্যারিস্টার সারাফ হোসেন,ব্যারিস্টার আনিতা গাজী রহমান ও ড. শরীফ ভূঁইয়ার মতো আইনজীবীরা।

ব্যারিস্টার রাশনা ইমাম বলেন,বাবা ও মেয়ে একসঙ্গে ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি পাওয়া অত্যন্ত সম্মানের। এতে আইন পেশার প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য বেড়ে গেল বলে মনে করি।ব্যারিস্টার আখতার ইমাম সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী।তার মেয়ে ব্যারিস্টার রাশনা ইমাম আপিল বিভাগের আইনজীবী।ছেলে ব্যারিস্টার রেশাদ ইমামও আপিল বিভাগের আইনজীবী।জনস্বার্থে বিভিন্ন আলোচিত মামলায় আইনি লড়াই করে দেশজুড়ে পরিচিতি পেয়েছেন ও সুনাম কুড়িয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম।

আরও খবর

Sponsered content