আবহাওয়া বার্তা

ঈদের দিন সকালেও রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা আছে-আবহাওয়া অধিদপ্তর

  প্রতিনিধি ২৮ জুন ২০২৩ , ৪:০৩:৪৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।এদিন পশু কুরবানি করবেন মুসলমানরা।তবে দুভোর্গ বয়ে আনবে বৃষ্টি। ঈদের দিন সকালেও রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,বৃহস্পতিবার সকালেও ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাত হবে।স্থানভেদে বৃষ্টিপাতের পরিমাণ কমবেশি হবে।’

সারাদিনই বৃষ্টি হতে পারে উল্লেখ করে আবদুর রহমান খান আরও বলেন, ‘কাল সকালে যে বৃষ্টি হবে,সারাদিনই থেমে থেমে তা অব্যাহত থাকতে পারে।’

গতকালও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে।সেই বৃষ্টি আজও অব্যাহত আছে।আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানান আবহাওয়াবিদ আবদুর রহমান খান।

আরও খবর

Sponsered content