অপরাধ-আইন-আদালত

ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুল বাসেত ও সাধারণ সম্পাদক বায়েজীদ

  প্রতিনিধি ১ মে ২০২৫ , ৪:১০:৪৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ইসলামী আইনজীবী পরিষদ,সুপ্রিম কোর্ট বার-এর ২০২৫-২৬ সেশনের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উল্লেখযোগ্য বেশ কয়েকটি পদে নাম ঘোষণা করা হয়েছে।নতুন কমিটিতে সভাপতি হিসেবে অ‍্যাডভোকেট মোহাম্মদ আবদুল বাসেত এবং সাধারণ সম্পাদক হিসেবে অ‍্যাডভোকেট বায়েজীদ হোসাইনের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট লাউঞ্জে ইসলামী আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট বারের দ্বিবার্ষিক সম্মেলন নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

ইসলামী আইনজীবী পরিষদ সুপ্রিম কোর্ট বার শাখার সভাপতি অ‍্যাডভোকেট মোহাম্মদ আবদুল বাসেতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা ও ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ‍্যাডভোকেট শেখ আতিয়ার রহমান।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। ্সম্মেলন শেষে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটির কিছু পদে নাম ঘোষণা করা হয়।

আরও খবর

Sponsered content