খেলাধুলা

মাশরাফীকে সভাপতি করা ছাড়া বিকল্প নেই-বীর কুমার তনচংগ্যা

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২২ , ১২:২৮:৫০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে দেখতে চাই দাবিতে এক অভিনব কর্মসূচি হাতে নিয়েছেন বীর কুমার তনচংগ্যা (২৭) নামে এক ভক্ত।এজন্য টেকনাফ থেকে তেতুঁলিয়া পর্যন্ত বাইসাইকেল নিয়ে ভ্রমণে বের হয়েছেন তিনি।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনি যাত্রার অংশ হিসেবে রাজধানীতে এসে পৌঁছেছেন।গত শনিবার (২৪ ডিসেম্বর) টেকনাফ থেকে যাত্রা শুরু করেন বীর কুমার।

বীর কুমার তনচংগ্যা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কুক্যাছড়ি গ্রামের সুশীল তনচংগ্যার ছেলে।ছোটবেলা থেকেই দুরন্ত ছিলেন বীর কুমার।বাইসাইকেল নিয়ে ছুটে যেতেন বহুদূরে।খেলা নিয়ে প্রবল আগ্রহ তার।

মাশরাফীকে বিসিবি সভাপতি হিসেবে কেন চান জানতে চাইলে বীর কুমার বলেন,মাশরাফী একজন সৎ,আদর্শবান, লিডারশিপ ব্যক্তি,যিনি যেখানে হাত দেন সেখানে পরিবর্তন হতে বাধ্য।তিনি বাংলাদেশ ক্রিকেটের নাড়িভুড়ি সম্পর্কে জানা অভিজ্ঞ সাবেক লিজেন্ড ক্যাপ্টেন।তার হাত ধরে বাংলাদেশ ক্রিকেটে সোনালি দিন ফিরে এসেছিল।তাকে যখন জোর করে অবসর করানো হয়,তখন থেকে বাংলাদেশ ক্রিকেটে অধপতন ঘটতে থাকে,যা বাংলাদেশ ক্রিকেট অসম্মানের শেষ সীমানায় দাঁড়িয়েছে।তাই মাশরাফীকে সভাপতি করা ছাড়া বিকল্প নেই।’

তিনি আরও বলেন,বিসিবি কারো বাপ-দাদার সম্পত্তি না যে যত দিন ইচ্ছা থাকবে,যা ইচ্ছা করবে।বিসিবির উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুসরণ করা।ব্যার্থ হলে বা সময় শেষ হলে দেশের স্বার্থে ক্রিকেটের স্বার্থে যোগ্য কারও কাছে ছেড়ে দেয়া।’

এই সাইকেল ভ্রমণের পেছনে বীর কুমারের আরও একটি উদ্দেশ্যে রয়েছে।সেটা হলো রক্তের অভাবে কেউ পৃথিবী ছেড়ে অকালে যেতে না হয় তাই রক্ত দানের উৎসাহ দেয়া।রক্ত দিন,জীবন বাঁচান’এই স্লোগান নিয়ে তিনি সাইকেলে চড়ে সবাইকে রক্তদানেও উৎসাহ দিচ্ছেন।তিনি নিজেও একজন রক্তদাতা এবং তার ‘কাপ্তাই ব্লাড ব্যাংক’ নামে একটি রক্তদান সংগঠন রয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন,প্রতিদিন কারও না কারও রক্তের প্রয়োজন হয়।প্রয়োজনের সময় রক্তদাতা ব্যবস্থা করতে না পারলে,রোগীকে বাঁচানো সম্ভব হয় না।আমি চাই,ভয় না পেয়ে সবাই মুমূর্ষু রোগীর পাশে থেকে রক্তদানে উদ্বুদ্ধ হয়।’

বীর কুমার আরও বলেন,‘আমার পায়ের লিগামেন্টে সমস্যা থাকার কারণে রাইড শেষ করার সময় বেশি নিতে হচ্ছে। এছাড়া সবার সহযোগিতা ও ভালোবাসা পাচ্ছি সব জায়গায় থেকে।এই যাত্রাতে যত কষ্ট হোক মাশরাফী ভাইয়া যখন প্রেসিডেন্ট হবেন আর রক্তদাতারা যখন মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াবেন,তখন এর চাইতে আর খুশির কিছুই নেই।’

আরও খবর

Sponsered content