সারাদেশের খবর

ইভটিজিং, মাদক, অস্ত্র, নারী নির্যাতন ও কিশোরগ্যাং,বাল্য বিবাহ প্রতিরোধকল্পে বিট পুলিশিং সমাবেশ

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২২ , ৫:১৩:১৮ প্রিন্ট সংস্করণ

কবির হাট(নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী কবিরহাট থানাধীন কবিরহাট পৌরসভার প্রাঙ্গণে আজ বিকাল ০৪:০০ ঘটিকার সময় “ইভটিজিং, মাদক, অস্ত্র, নারী নির্যাতন, কিশোরগ্যাং,বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে বিট পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল ইসলাম, (পিপিএম)।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ আকরামুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) , সঞ্চালনায় মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ কবিরহাট থানা।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব দীপক জ্যোতি খীসা,অতিঃ পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ,মো: মোর্তাহীন বিল্লাহ, অতিঃ পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্, কবিরহাট পৌরসভার মেয়র মোঃ জহিরুল হক রায়হান, ফাতিমা সুলতানা, নির্বাহী কর্মকর্তা কবিরহাট উপজেলা, কবিরাট উপজেলা মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ও নজির আহমদ সহ কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, সদস্য ও শিক্ষকবৃন্দ, এবং সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও খবর

Sponsered content