সারাদেশ

আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন-জেলা প্রশাসক, জাহাঙ্গীর হোসেন

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২২ , ২:১০:৫০ প্রিন্ট সংস্করণ

বরিশাল প্রতিনিধি।।আজ শনিবার সকালে বরিশাল সদর উপজেলার গিলাতলীর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন বরিশালের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেন।

এসময় আশ্রয়ণ প্রকল্প গিলাতলী একতা কমিটির সদস্যরা নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান,সহকারী কমিশনার (ভূমি) সদর, সহকারী কমিশনার ও পিআইওসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় জেলা প্রশাসক আশ্রয়ণের উপকারভোগীদের সাথে বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন তিনি বলেন,আমাদের চলমান গৃহনির্মাণ কাজ শেষ হলেই গৃহহীন ও ঘর ভূমিহীনদের মাঝে বিতরণ করা হবে।এসব ঘরে আশ্রয় পাওয়াদের অধিকাংশই রাস্তার ধারে ফুটপাত বা কারও আশ্রয়ে বসবাস করতেন।তারা এখন প্রধানমন্ত্রীর দেওয়া ঘর উপহার পাবেন। এর ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে।ঘরের পাশে সবজি বাগান ও একটি হলেও ফলের গাছ লাগাতে হবে।আপনারা আশ্রয়নবাসী মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

এছাড়াও তিনি আশ্রয়নের নতুন ঘরে নির্মানে গুনগত মান দেখে ইউএনও মনিরুজ্জামান এর কাজের প্রশংসা করেন।

আরও খবর

Sponsered content