জাতীয়

আমরা অনেকেই শিক্ষিত হই,কিন্তু সুশিক্ষিত হই না-সেনা প্রধান,ওয়াকার-উজ-জামান

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৫ , ২:১১:১৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন,আমরা অনেকেই শিক্ষিত হই,কিন্তু সুশিক্ষিত হই না।ভালো রেজাল্ট করি,ভালো জিপিএ পেয়ে উত্তীর্ণ হই,ইউনিভার্সিটিতে ভালো করি,পিএইচডি করি, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করি,কিন্তু কারও কারও মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে সাবেক ক্যাডেটদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন,আমাদেরকে দেশের জন্য কাজ করতে হবে,যাদের টাকায় আমরাও বেতনভুক্ত, পড়াশোনা করেছি,পড়াশোনা করছি,করে যাচ্ছি।তাদের জন্য আমাদের কাজ করতে হবে।

সেনাপ্রধান বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। দেশের উন্নয়নের স্বার্থে নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী,পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব,জয়পুরহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল, সেনা প্রধানের স্ত্রী কমলিকা জামান,প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা ছাড়াও বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তা ও ক্যাডেট কলেজের শিক্ষক-কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content