আবহাওয়া বার্তা

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৩ , ৮:৪৩:০৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।ঢাকা,রাজশাহীী,চট্রগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এই প্রতিবেদনটি আজ শনিবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে রবিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত প্রযোজ্য।

আজকের পূর্বাভাসে বলা হয়েছে,অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে,খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর,মানিকগঞ্জ,রাজশাহী,পাবনা ও পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।দেশের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে,সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৮৯%।আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৫টা ৩৭ মিনিটে।

আগামী তিন দিন (৭২ ঘণ্টা) আবহাওয়ার অবস্থা: এ সময়ের শেষের দিকে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়: ৪১..৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও খবর

Sponsered content