প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৩ , ৬:০৮:৩৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।সরকারি চাকরি থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তা অবসরে যাচ্ছেন।বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু বকর সিদ্দিককে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।আগামী ১৫ এপ্রিল থেকে তার অবসর কার্যকর হবে।পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়,স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ্ আলমকে ১১ এপ্রিল থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
অবসরে দেওয়া দুই কর্মকর্তা বিধি অনুযায়ী অবসর ও অবসর উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।















