অপরাধ-আইন-আদালত

হরিপুর ককটেল বিস্ফোরণে এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুল উড়ে যায়

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ১০:৫৯:৪৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:-বগুড়া সদর উপজেলা গোকুল ইউনিয়নের চাঁদমুহা হরিপুরের একটি জমি থেকে ঘাস কাটার সময় ককটেল বিস্ফোরণে এক ব্যক্তির বৃদ্ধাঙ্গুল সহ ৩ টি আঙ্গুল উড়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। গতকাল শুক্রবার
(২৬ আগষ্ট ২০২২) এঘটনাটি ঘটেছে।

সরেজমিনে জানা গেছে,সদরের চাঁদমুহা হরিপুর এলাকার একটি জমির পাশে থেকে একই এলাকার মৃত আকবর আলীর পুত্র সোহরাব হোসেন গরুর জন্য ঘাস কাটতে গেলে জমির আইলের ঘাসের মধ্য থাকা দুটি ককটেলের মধ্য একটি ফেটে গিয়ে তার বাম হাতের ৩টি আঙ্গুল ঝলসে যায়।তার মধ্য বৃদ্ধাঙ্গুল উড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেকে চিকিৎসার জন্য প্রেরণ করে।

এসংবাদ পেয়ে বগুড়া সদর থানার অপারেশন মুন্নাফ হোসেন,এস আই মোন্তেজার রহমান সহ সংগীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌছে একটি তাজা ককটেল ও তার বৃদ্ধাঙ্গুল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও খবর

Sponsered content