অপরাধ-আইন-আদালত

ঝালকাঠিতে সুগন্ধা নদীতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জরিমানা ও দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৩ , ১১:২২:৫১ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি।।আজ দুপুর ১:৩০ মিনিটে সময় এই ঝালকাঠি শহরস্থ দেউরি ও ভবানীপুর চর থেকে অবৈধভাবে মাটি কেটে জেলা শহরের ডিসি পার্ক এলাকার সুগন্ধা নদী পথে ট্রলার যোগে যাওয়ার সময় অবৈধভাবে মাটি কাটা অসাধু ব্যবসায়ীদের মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ০৪ টি ট্রলারের ০৩ জন মালিক (ক) মোঃ মাহবুব পাটোয়ারী (৪৫), পিতা: দলিল পাটোয়ারী, সাং: তালতলী, বরগুনা(খ) মোঃ ইউসুফ (৩৫), পিতা: ইউনূস আকন, সাং: পিপলিতা, বাসন্ডা, ঝালকাঠি; গ) মোঃ ইসমাইল (৩২), পিতা: মোঃ কবির, সাং: গাববাড়িয়া, বগুড়া নামে ০৩ ব্যক্তিকে যথাক্রমে ০২ (দুই) লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাস জেল, ১.৫০ (দেড়) লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাস জেল ও ১.৫০ (দেড়) লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড থথ করা হয়েছে।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জনাব মিলন চাকমা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, ঝালকাঠি।

আরও খবর

Sponsered content