অপরাধ-আইন-আদালত

সানজিদার আত্মহত্যার মামলাটি ৬ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২২ , ৪:৫২:১৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:-আত্মহত্যা’র আগে চিরকুটে নিজের বাবাকে ‘পশু ও রেপিস্ট’ বলে আখ্যায়িত করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকার (২১) ‘আ-ত্ম-হ-ত্যা-’র ঘটনায় তার বাবা শাহীন আলমের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৬ অক্টোবর ধার্য করেছেন আদালত।

সোমবার (২৯ আগস্ট) মামলার এজাহার আদালতে আসে। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তা গ্রহণ করেন। দক্ষিণখান থানার উপ-পরিদর্শক মোছা. রেজিয়া খাতুনকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে শনিবার (২৭ আগস্ট) দুপুরে দক্ষিণখানের মোল্লারটেক এলাকার একটি ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই সানজানার মা উম্মে সালমা (মনি) বাদী হয়ে মামলা করেন। এতে ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়েছে।

‘আত্মহত্যা’র আগে চিরকুটে ওই ছাত্রী তার বাবাকে ‘পশু ও রেপিস্ট’ বলে আখ্যায়িত করেন।

আরও খবর

Sponsered content