সারাদেশ

বিএমএসএস এর পক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ—!! যশোরে সাংবাদিককে হত্যার হুমকি : থানায় অভিযোগ দায়ের

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২২ , ১০:৫৬:১৭ প্রিন্ট সংস্করণ

যশোর জেলা প্রতিনিধি।।যশোরের দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিনকে হত্যার চেষ্টা ও জীবন নাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।

এঘটনায় চারজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।লিখিত অভিযোগে নাসির উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা রাতে শহরতলী রামনগর মোল্যা পাড়ায় একটি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে তিনি সংবাদ সংগ্রহের কাজে যান।

আগে থেকে ওৎ পেতে থাকা ওই এলাকার জঙ্গি তৎপরতার সাথে যুক্ত ইউসুফ, নজরুল ইসলাম, হারুন ও ইউসুফ-২ সংবাদ সংগ্রহের সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঠিশোঠা নিয়ে মারমুখি আচারণ করে।

এমনকি ঘটনা স্থল থেকে দ্রুত চলে যাবার নির্দেশ প্রদান করে। তা না হলে লাশ ফেলিয়ে দেবার হুমকি দেয়। এ ঘটনায় শনিবার সাংবাদিক নাসির উদ্দিন বাদী হয়ে যশোর কোতয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান আছে।

সাংবাদিক হত্যা চেষ্টাকারীদের আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির খুলনা বিভাগীয় সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সহ আরও অনেকে।

আরও খবর

Sponsered content