প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২২ , ৪:৪৩:৫৭ প্রিন্ট সংস্করণ
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।। পাইকগাছায় মাদরাসা ছাত্রীর যৌন নীপড়নের অভিযোগে একই মাদরাসা শিক্ষক ও ইমাম রহমতুল্লাহ (৪২)কে পুলিশ আটক করেছে।
এ ঘটনায় ছাত্রীর নানী উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের বাবুল গাজীর স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
থানায় মামলা ও ছাত্রীর পরিবার জানায়, উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের সোহেল গাজীর মেয়ে স্থানীয় নূরানী মাদরাসায় লেখাপড়া করেন। ছাত্রীর নানী হাসিনা জানান, মেয়ে-জামাই ঢাকায় গার্মেন্টস চাকুরী করার কারনে নাতনী আমার বাড়িতে থেকে লেখাপড়া করেন।
প্রতিদিনের ন্যায় সে বৃহস্পতিবার মাদ্রাসায় যায়। ঐ ছাত্রী অভিযোগ করেন মাদরাসা ছুটির পর ১২ টার দিকে এক ছাত্রীর মারফতে শিক্ষকের ব্যবহৃত থালা বাসন পরিস্কারের কথা বলে আমাকে মাদরাসাস্থ তার থাকার কক্ষে নিয়ে দরজা বন্দ করে দেয়।
দু’এক কথায় হুজুর যৌন নিপীড়নের চেষ্টা করেন। এক পর্যায়ে দরজা খুলে দৌড়ে পালিয়ে এসে নানীকে ঘটনা খুলে বলি।
ঘটনার প্রাথমিকভাবে সত্যতার কথা স্বীকার করলেন ওসি মোঃ জিয়াউর রহমান,তিনি বলেন ছাত্রীর নানী হাসিনা বেগম বাদী হয়ে মাদরাসা শিক্ষক রহমতুল্লাহ মোল্লা’র বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধিত ২০০ ৩) এর ১০ ধারায় মামলা করেছেন।যার নং-২। এ মামলায় গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।