প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২২ , ৫:২৪:৫৩ প্রিন্ট সংস্করণ
কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধি।।নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী আসাদুজ্জামান ওরফে আরিফকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক পুষ্প রঞ্জণ চাকমার নেতৃত্বে এক দল পুলিশ মঙ্গলবার গভীর রাতে উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইয়াকুব আলী পণ্ডিত বাড়ীর আসামীর নিজ ঘর থেকে গ্রেফতার করে।আরিফ ঐ বাড়ীর শিহাব উদ্দিন এর ছেলে।
মামলা ও পুলিশ সুত্রে জানা যায়,১৫ সেপ্টেম্বর ২০২১ সালে আত্মীয়তার সুযোগকে কাজে লাগিয়ে আসামী আরিফ তার মামা এ মামলার বাদী আমেরিকা প্রবাসী জাহাঙ্গীর আলম এর বাড়ীর বসতঘরে বাদী ও তার পরিবার না থাকার সুযোগে নকল চাবি দিয়ে ঢুকে আলমারিতে থাকা ৬০ ভরি স্বর্ণালংকার যার মূল্য ৪০ লক্ষ ২ হাজার টাকা,নগদ ২৫ হাজার টাকা,ব্রিফকেসে থাকা স্বাক্ষরিত চেকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজ পত্রাদি চুরি করে নিয়ে যায়।
ঘটনা ঘটার পর বিবাদী মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দেয়। সেই ঘটনায় বাদী জাহাঙ্গীর আলম আরিফ ও কয়েকজন অজ্ঞাতদের আসামী করে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এ পিটিশন মামলা দাখিল করেন। যাহার নং ৩৫৭/২২,ধারা ৪৪৮/৩৮০।
বিজ্ঞ আদালত নোয়াখালী জেলার গোয়েন্দা শাখাকে এ মামলার তদন্তের দ্বায়িত্ব দেন। গোয়েন্দা শাখার এস,আই মোঃ সাঈদ মিয়া দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
পরে আদালতে সি,আর ৪৬৫/২২ মামলা হিসেবে রুজু করা হয়।
সেই মামলায় আসামী আরিফ এর বিরুদ্ধে আদালত গত ২৩ আগস্ট ২০২২ সালে গ্রেফতারী পরোয়ানা জারি করে।
মামলার বাদী বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের ছাদিয়া ভিলার বাসিন্দা জাহাঙ্গীর আলম স্বস্তি প্রকাশ করে জানান, অনেকদিন পর হলেও আইনশৃঙ্খলা বাহিনী বিবাদীকে গ্রেফতার করতে পেড়েছে।