প্রতিনিধি ৩১ আগস্ট ২০২২ , ৯:৩৬:৩৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:-দুপচাঁচিয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০১ জন মাদক বিক্রেতাকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী দুপচাঁচিয়া পৌরসভার চৌধুরীপাড়া গ্রামের মাকছুদুল আলমের ছেলে আহসান হাবীব হৃদয় (২৬)।
থানা সুএে জানাগেছে,৩০ আগস্ট মঙ্গলবার বিকালে দুপচাঁচিয়া পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় আসামীর নিজ বসত বাড়ীর দক্ষিনে পরিত্যক্ত পুরাতন টয়লেটের ভিতর থেকে ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আহসান হাবীব হৃদয় নামে মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি কে (৩১ আগস্ট) বুধবারে আদালতে প্রেরণ করা হয়েছে।