রাজনীতি

বিদেশিরাও আশঙ্কা করেছিল ১০ তারিখ মনে হয় এখানে একটা কারবালার রোল পড়ে যাবে-ওবায়দুল কাদের

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২২ , ১০:০৭:৩২ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।সড়ক পরিবহন-সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,সবাই ভেবেছিল, বিদেশিরাও আশঙ্কা করেছিল ১০ তারিখ মনে হয় এখানে একটা কারবালার রোল পড়ে যাবে এবং এখানে একটা ধ্বংসলীলা দেখতে পাওয়া যাবে কিন্তু সেটা কি হয়েছে? দুদিন আগে সচিবালয়ে আমি বলেছিলাম,আমাদের আকাশে মেঘ ঘনীভূত হয় আবার এই মেঘ কেটেও যায়। আমি এখানেই বলেছিলাম।কী হয়েছে?এগুলো হবে আবার একসময় শান্তিও আসবে।এ দেশটা আমাদের সবার।এদেশ তো আওয়ামী লীগের একার নয়,সবার দেশ যারা এ দেশে বাস করেন।কাজেই আমাদের এখানে গণতন্ত্রটা শক্তিশালী হোক, আমরা আবারও চাই।

সোমবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন,‘কেউ যদি আগুন-সন্ত্রাস করে জনজীবনে অশান্তি-দুর্ভোগের কারণ সৃষ্টি করে তবে সেই পরিস্থিতিই বলে দেবে আমরা কীভাবে তা মোকাবিলা করব। কিন্তু আমরা ক্ষমতায় থেকে অশান্তির উসকানি আমরা দিতে পারি না।’

অতীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেটার পুনরাবৃত্তি হলে কী করবেন- এ প্রশ্নের ওবায়দুল কাদের বলেন, ‘পার্টি হিসেবে আমরা সতর্ক পাহারায় থাকব। আমরা ক্ষমতায়, অশান্তির উসকানি আমরা দিতে পারি না। কিন্তু কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, আগুন-সন্ত্রাস করে এবং জনজীবনে অশান্তি-দুর্ভোগের কারণ সৃষ্টি করে সে অবস্থায় উদ্ভূত পরিস্থিতি বলে দেবে কীভাবে আমরা মোকাবিলা করব। তবে যদি তারা অপকর্ম করে সেটার জবাবতো শান্তিপূর্ণভাবে করা যাবে না। সেখানে আইন প্রয়োগকারী সংস্থা আছে। তাদের ওপর অর্পিত দায়িত্ব আছে এবং তারা সেই পরিস্থিতি মোকাবিলা করবে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না।ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ।বিদেশি দূতাবাসের যারা কথা বলেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে,জেনেভা কনভেনশনে একটা নীতি আছে,তার বাইরে তাদের যাওয়া উচিত না।আমাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরাই সমাধান করব।’

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন,পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই।বিদেশিরা কেন এ ব্যাপারে কথা বলেন।এর মাধ্যমে জাতিকে ছোট করা হয়।

কাদের আরও বলেন, ‘আমরা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শের প্রতিপক্ষ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তি যাদের দোসর, তারা ষড়যন্ত্রমূলক অপকর্ম চালিয়ে যাচ্ছে।এ ষড়যন্ত্র আমাদের মোকাবিলা করতে হবে।শান্তিপূর্ণ যেকোনো আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলার শক্তি-সামর্থ্য আওয়ামী লীগের আছে।’

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক কঠিন পরিস্থিতিও আমাদের বিবেচনায় রাখতে হবে। করোনাভাইরাসের নতুন ধরনের চ্যালেঞ্জ রয়েছে সামনে। আমাদের অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

আরও খবর

Sponsered content