প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২২ , ২:৪৩:১২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।চট্টগ্রামের একটি ক্লিনিকে নরমাল ডেলিভারিতে জমজ ছেলে সন্তান জন্ম দেন এক টেম্পো চালকের স্ত্রী।হাসপাতাল কর্তৃপক্ষ ১০ হাজার টাকা বিল দাবী করে।টেম্পো চালক বাবা জমজ সন্তান ভূমিষ্ট হওয়ার আনন্দ উপভোগ করার বদলে ১০ হাজার টাকা সংগ্রহে দৌড়ঝাঁপ শুরু করেন।
অতঃপর ১ ঘন্টা মধ্যে ৫ হাজার টাকা সংগ্রহ করেন।তবে হাসপাতাল কর্তৃপক্ষ আরো ৫ হাজার টাকার জন্য মায়ের কোল থেকে কেড়ে নিয়ে সন্তানদের আলাদা একটি রুমে আটকে রাখে।এর ২ ঘন্টা পরে বাবা আরো ১ হাজার টাকা নিয়ে আসেন।ততক্ষণে মায়ের বুকের দুধ ও অক্সিজেনের অভাবে নবজাতক ছেলে দুটি মারা যায়…!!!