অপরাধ-আইন-আদালত

গোদাগাড়ীতে তুচ্ছ ঘটনায় ভাতিজাদের হামলায় চাচা নিহত

  প্রতিনিধি ২৭ মে ২০২২ , ১:০৫:২৭ প্রিন্ট সংস্করণ

গোদাগাড়ী(রাজশাহী জেলা)প্রতিনিধি:-রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলার আমতলী ঝিকড়া গ্রামে ভাতিজাদের মারপিটে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে ভাতিজাদের সঙ্গে মারামারিতে ওয়াহেদ গুরুতর আহত হন।

পরে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান।
নিহত ব্যক্তির নাম মো. ওয়াহেদ (৬০)। উপজেলার আমতলী ঝিকড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ওয়াহেদের বাড়ির পাশেই তাঁর ভাতিজা মো. হাসানের বাড়ি। এক বাড়ির পানি অন্যজনের সীমানার মধ্যে যাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার ২৬ তারিখ সকালে দুই পক্ষে সংঘর্ষ বাধে।

এতে ওয়াহেদসহ তাঁর পক্ষের চারজন এবং অন্য পক্ষের একজন আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওয়াহেদ মারা যান।
ওসি জানান, ওয়াহেদের মৃত্যুর পর তাঁর ভাতিজারা পালিয়েছেন। তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাঁদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content