প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ৫:২৩:৩৬ প্রিন্ট সংস্করণ
,
1(নিমপাতা ২৫০ গ্রাম
2)সোডিয়াম বাই কার্বনেট বা
খাবার সোডা ৫০-৭০ গ্রাম গরু ছোট হলে কম হবে,
3) জিংক সিরাপ ৩০-৫০মিলি,
4)লেবুর রস,দিনে তিনটা লেবুর রস খাওয়ান,
প্রতিদিন দুই বার করে, খাওয়াতে হবে।টানা দুই সপ্তাহ।
এতে গরু ঠিক হয়ে যাবে। পটাশের পানি+ নিমপাতা সিদ্ধ পানি +সেম্পু দিয়ে দিয়ে প্রতিদিন দুইবার গোসল করাতে হবে!
জিপিসি 8 দিয়ে বা পটাশ দিয়ে আক্রান্ত জায়গা ড্রেসিং করুন। গরুকে,জ্বর থাকলে ফাস্ট ভেট প্যারাসিটামল দিতে হবে।
ব্যথা বেশী হলে কিটোভেট খাওয়ান অথবা ডেক্সা ভেট/ এষ্টাভেট ইনজেকশন দিতে হবে।
রোগের একদম শেষের দিকে পুঁজ/পচন/সেকেন্ডারী ইনফেকশনের মাত্রা বেশী হলে এন্টিবায়োটিক ইনজেকশন লাগতে পারে।গরুকে ১০০% মশারীর মধ্যে রাখুন।
এভাবে দুই থেকে চার সপ্তাহে LSD/Lumpy Skin Disease নির্মূল হবে ইন-শা আল্লাহ।
এই পদ্ধতিতে কেউ সঠিক চিকিৎসা করলে গরুর শরীরে পচন ধরবে না!গুটি গুলো ধীরে ধীরে মিশে যাবে।
অনেক ভেটেরিনারি ডাক্তার পচন ঠেকাতে ভার্মিক প্লাস বা এমেকটিন প্লাস বা আইভারমেকটিন ইনজেকশন দিতে পরামর্শ দিয়ে থাকেন।
গরুকে গোসল করানো যাবে না এইসব কুসংস্কার !বায়োসিকিউরিটি শক্তিশালী করুন।গরুকে মশামাছি মুক্ত রাখুন।