প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৬ , ৩:৫৬:০৭ প্রিন্ট সংস্করণ
ঢাকা, প্রতিনিধি।।ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী খলীকুজ্জমানকে শোকজ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়েছে,তিনি এমন একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন,যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) কর্তৃক অনুমোদিত নয়।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়,প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য যাচাইয়ের অংশ হিসেবে এই শোকজ নোটিশ দেওয়া হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
BMDC অনুমোদন নিয়ে কী বলছেন সংশ্লিষ্টরা
এডুকেশনাল কনসালটেন্ট ও শিক্ষা সংশ্লিষ্টদের মতে,বিশ্বের সব মেডিকেল বিশ্ববিদ্যালয় BMDC অনুমোদিত নয়।সাধারণত প্রতিটি দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় সেই দেশের মেডিকেল কাউন্সিল বা স্বীকৃত নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়ে থাকে।
তাঁদের ভাষ্য অনুযায়ী,BMDC অনুমোদন মূলত বাংলাদেশে চিকিৎসা পেশায় যুক্ত হওয়া এবং সরকারি স্বাস্থ্য খাতে চাকরির ক্ষেত্রে প্রযোজ্য।তবে কোনো মেডিকেল ডিগ্রি যদি সংশ্লিষ্ট দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া হয়,তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে অবৈধ বা ভুয়া হিসেবে গণ্য হয় না।
চাকরি ও পেশাগত ক্ষেত্রে প্রভাব
বিশেষজ্ঞরা জানান,BMDC অনুমোদন না থাকলে বাংলাদেশে সরকারি ডাক্তারি চাকরি বা চিকিৎসা চর্চায় বাধা থাকতে পারে।তবে বেসরকারি প্রতিষ্ঠান,গবেষণা,শিক্ষা,কর্পোরেট বা আন্তর্জাতিক সংস্থায় চাকরির ক্ষেত্রে এ ধরনের ডিগ্রি সাধারণত বাধা সৃষ্টি করে না।
রাজনৈতিক যোগ্যতার প্রশ্ন
নির্বাচন আইন ও সংবিধান অনুযায়ী,সংসদ সদস্য প্রার্থী হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়।আইনি দৃষ্টিকোণ থেকে মূল বিষয় হলো—ডিগ্রিটি জাল বা ভুয়া কি না।BMDC অনুমোদন না থাকাকে এককভাবে রাজনৈতিক অযোগ্যতার কারণ হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করছেন আইন সংশ্লিষ্টরা।
পরবর্তী পদক্ষেপ
শোকজের জবাব পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে এবং শিক্ষা ও পেশাগত স্বীকৃতি সংক্রান্ত আইনগত ব্যাখ্যার প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে।
















