রাজনীতি

বাকেরগঞ্জে জাতীয় পার্টির আলোচনা সভা

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৩ , ২:৪২:২৬ প্রিন্ট সংস্করণ

বাকেরগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বাকেরগঞ্জে সাহেবগঞ্জ পল্লী ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সকাল এগারোটায় বর্তমান সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রত্নার বাসভবন পল্লী ভবনে জাতীয় পার্টির এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভা জাতীয় পার্টির ও অংগসংগঠনের প্রায় দুই শহশ্রাধীক নেতৃবৃন্দ মিছিল সহকারে যোগদেন।

জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রত্নার সভাপতিত্বে ও বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব মিত্রর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতা কর্মীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,জাতীয় পার্টির কো চেয়ারম্যান,সাবেক মন্ত্রী আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও দাড়িয়াল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, গারুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম কাইয়ুম খান,পাদ্রী সিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদ্য যোগদান করা নেতা সাজ্জাদুল ইসলাম মোল্লা, উপজেলা জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর খন্দকার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রব মোল্লা, পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি ও আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদ হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম হাওলাদার, ইউনিয়ন পরিষদ সদস্য জাতীয় পার্টি নেতা আঃ রশিদ হাওলাদার, ভরপাশা জাতীয় পার্টি নেতা আঃ মালেক হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আলোচনা সভায় উপস্থিত ছিলেন ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার জাতীয় পার্টির ও অংগসংগঠনের প্রায় দুই শহশ্রাধীক নেতাকর্মী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কো চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন হাওলাদার আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন বাকেরগঞ্জ পৌর সভা,যুবউন্নয়ন, সরকারি কলেজ, ব্রীজ কালভার্ট, সড়ক সহ অসংখ্য উন্নয়ন আমরা বাকেরগঞ্জ উপজেলা বাসীর জন্য করেছি, পক্ষান্তরে জাতীয় পার্টির নেতা কর্মীরা কোন প্রকার অন্যায় অবিচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়নি, আমি ও আমার সহধর্মিণী বেগম নাসরিন জাহান রত্না জীবনের দীর্ঘ সময় বাকেরগঞ্জ উপজেলা বাসীর জীবন মান উন্নয়নে কাজ করেছি আমৃত্যু বাকেরগঞ্জ উপজেলা বাসীর সুখ দুঃখের সাথী হয়ে থাকবো ইনসাআল্লাহ

আরও খবর

Sponsered content