জাতীয়

মোটরসাইকেলের হেলমেটের মান নির্ধারণ করে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ-স্বরাষ্ট্রমন্ত্রী, আসাদুজ্জামান খান কামাল

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২২ , ১:১৪:৫২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মোটরসাইকেলের হেলমেটের মান নির্ধারণ করে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সে অনুযায়ী চালক ও আরোহীদের নির্ধারিত মানের হেলমেট ব্যবহার করতে হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহণ খাতে শৃঙ্খলা জোরদার এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে টাস্কফোর্সের সভা শেষে মন্ত্রী একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোটরসাইকেল চালকদের হেলমেটের মান নির্ধারণের জন্য বিআরটিএকে বলা হয়েছিল। তবে এর যথাযথ কর্তৃপক্ষ হলো বিএসটিআই। সংস্থাটির সঙ্গে বিআরটিএ যোগাযোগ রাখছে। আমাদের সচিবও শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। শিগগিরই একটি নীতিমালা বা স্পেসিফিকেশন বিএসটিআই করে দেবে। যারা হেলমেট ব্যবহার করেন, তাদেরকে সেই নীতিমালা মেনে চলতে হবে।

তিনি বলেন, ‘প্রায়ই মোটরসাইকেল এক্সিডেন্ট (দুর্ঘটনা) হচ্ছে। এসব ঘটনায় অঙ্গহানির সঙ্গে জীবনও যাচ্ছে। বিষয়গুলো লক্ষ্য রেখেই নীতিমালা করা হচ্ছে।’

আরও খবর

অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা সংবিধানে নেই-সে বিষয়ে কী করে প্রেসিডেন্ট রেফারেন্স চেয়েছেন-অ্যাডভোকেট,শিশির মনির

সরকার দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটাতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে-রাষ্ট্রপতি, আবদুল হামিদ

তৃতীয় টার্মিনাল উদ্বোধনের ফলে বাংলাদেশের যাত্রী ও কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বদলে যাবে-ইইউর রাষ্ট্রদূত,চার্লস হোয়াইটলি

আল্লাহ জালিমকে বিতাড়িত করেছে -মজলুমকে প্রশান্ত-আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না-সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা,মুহাম্মদ ফাওজুল কবির খান

রাজউকের প্লট জনগণের জন্য উন্মুক্ত করে লটারির মাধ্যমে প্লট বরাদ্দ দেয়া হবে-গণপূর্ত উপদেষ্টা,

Sponsered content