জাতীয়

ইসির নির্দেশনা: ভোটের আগে–পরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ১২:৩৭:০২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের আগে ও পরে মোট তিন দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে,ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।মোটরসাইকেল: ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২ টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২ টা পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।

ট্যাক্সি,পিকআপ,মাইক্রোবাস,ট্রাক: ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২ টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২ টা পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকবে না:

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,প্রশাসন,অনুমোদিত পর্যবেক্ষক।

জরুরি সেবা,ঔষধ,স্বাস্থ্যসেবা,সংবাদপত্র পরিবহন।

বিমানবন্দর যাত্রা বা আত্মীয়-স্বজনকে নেওয়া/ফেরানো, দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন।

নির্বাচনি এজেন্ট ও কর্মকর্তাদের অনুমোদিত যানবাহন।

সাংবাদিক ও নির্বাচন সংক্রান্ত জরুরি কাজে ব্যবহৃত যানবাহন।

টেলিযোগাযোগ সংক্রান্ত যানবাহন।

গুরুত্বপূর্ণ মহাসড়ক ও আন্তঃজেলা সড়কে প্রয়োজনমতো শিথিলতা প্রযোজ্য।

এ ছাড়াও, সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনমতো স্থানীয় বাস্তবতা অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা পাবেন।

আরও খবর

Sponsered content