প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ , ২:৫১:১৩ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ চলাকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং বিচারিক কাজে বাধা ও কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদানের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে প্রশাসনিক প্রতিবেদন দাখিল করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়,গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা একটি বিশাল পেন্ডেলে জনসমাবেশের আয়োজন করে নির্বাচনী প্রচারণা চালান। প্রশাসনের দাবি অনুযায়ী,এটি নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের শামিল হওয়ায় তাৎক্ষণিকভাবে সমাবেশটি ভেঙে দেওয়া হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত অপরাধে জুয়েল মিয়া নামের এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়,ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান।
প্রশাসনের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়,সমাবেশ ভাঙার সময় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন।অভিযোগ অনুযায়ী,তিনি বারবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন,আঙুল উঁচিয়ে হুমকি দেন এবং ইংরেজিতে সতর্কবার্তা উচ্চারণ করেন।এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি ও কয়েকজন সমর্থকও একই ধরনের আচরণ করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়,ওই ঘটনার ফলে উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে মব সৃষ্টি হয়ে বিচারিক কাজে বাধার সৃষ্টি হয়।ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে হুমকি প্রদানের অভিযোগও আনা হয়েছে।ঘটনার ভিডিও ক্লিপ সংযুক্ত করে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এছাড়া প্রশাসনের প্রতিবেদনে উল্লেখ করা হয়,এর আগেও গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানার এক সমর্থক আশিকুর রহমানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছিল।
ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলেও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।


















