জাতীয়

সরকার স্বাধীন সাংবাদিকতা চায় না: রেজওয়ানুল হক

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ৪:৪৪:৩২ প্রিন্ট সংস্করণ

সরকার স্বাধীন সাংবাদিকতা চায় না: রেজওয়ানুল হক

নিজস্ব প্রতিবেদক।।ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সভাপতি ও মাছরাঙা টিভির প্রধান সম্পাদক রেজওয়ানুল হক বলেছেন,কোনো সরকারই প্রকৃত অর্থে স্বাধীন সাংবাদিকতা বা স্বাধীন গণমাধ্যম দেখতে চায় না।তাই শুধু সরকারকে সমালোচনা করলেই সংকটের সমাধান হবে না।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আজ শনিবার আয়োজিত গণমাধ্যম সম্মিলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রেজওয়ানুল হক বলেন,রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকলে গণমাধ্যমকে বন্ধু মনে করে,কিন্তু ক্ষমতায় গেলে সেই সম্পর্ক উল্টো হয়ে যায়। তখন গণমাধ্যম তাদের কাছে শত্রুতে পরিণত হয়।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন,বর্তমান সরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্র সংস্কারের কথা বললেও গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হলেও এর প্রতিবেদন বাস্তবায়নে কোনো উদ্যোগ দেখা যায়নি।

বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের সবচেয়ে বড় দুর্বলতা ঐক্যের অভাব উল্লেখ করে তিনি বলেন,সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্টরা অতীতেও ঐক্যবদ্ধ হয়েছেন,কিন্তু সেই ঐক্য দীর্ঘস্থায়ী হয়নি।সংকট মোকাবিলায় সাংবাদিক ও সংবাদপত্রগুলোর জন্য অন্তত একটি যৌথ ফোরাম গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের করণীয় নির্ধারণে একটি সম্মিলিত নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও বলেন রেজওয়ানুল হক। তাঁর মতে, সাংবাদিকতার নীতি ও নৈতিকতার ভিত্তিতে সেলফ-রেগুলেশন চালু করা গেলে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড থেকে গণমাধ্যম রক্ষা পেতে পারে।

মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে নোয়াব ও সম্পাদক পরিষদের যৌথ উদ্যোগে এই গণমাধ্যম সম্মিলনের আয়োজন করা হয়। সম্মিলনটি সকাল সোয়া ১০টার পর শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে।

আরও খবর

Sponsered content