প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ১২:৩২:৫৮ প্রিন্ট সংস্করণ
মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কারীমিয়া মারকাযুন নূর মহিলা মাদ্রাসায় হিফজুল কুরআন সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও কোরআনে হাফেজাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।মাদ্রাসার হেফজ বিভাগের ৮ জন নারী শিক্ষার্থী কোরআন হেফজ সম্পন্ন করার পর বোরকা,জায়নামাজ,ক্রেস্ট,সনদ ও নগদ অর্থ পেয়ে সংবর্ধিত হন।

সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজাদের পিতৃমাতাদেরও সম্মানসূচক পাগড়ি প্রদান করা হয়।মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল আলম (নেজামল হক) হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।তিনি সমাজে নারী হাফেজদের গুরুত্ব বাড়ানো ও কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার গুরুত্বের কথা তুলে ধরেন।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এবং হাফেজ মোহাম্মদ মোরশেদ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ইকরামুল হক চৌধুরীসহ মাদ্রাসার পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।অতিথিরা সংবর্ধনার উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন এবং কোরআন শিক্ষার প্রতি উৎসাহ বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।













