স্বাস্হ্য ও জীবন পরিচর্যা

কোন রোগে কোন টেস্ট,আর সর্বোচ্চ কত টাকা খরচ? হাসপাতাল–ক্লিনিকের নামসহ পূর্ণাঙ্গ তালিকা

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৮:৪৬:০৭ প্রিন্ট সংস্করণ

কোন রোগে কোন টেস্ট,আর সর্বোচ্চ কত টাকা খরচ?  হাসপাতাল–ক্লিনিকের নামসহ পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক।।দেশে স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে সাধারণ মানুষকে সবচেয়ে বেশি যে প্রশ্নের মুখে পড়তে হয়,তা হলো—কোন রোগে কোন টেস্ট করাতে হয় এবং সর্বোচ্চ কত টাকা লাগতে পারে?বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে একই পরীক্ষার খরচ ভিন্ন ভিন্ন হওয়ায় বিভ্রান্তি আরও বাড়ে। এসব বিষয় মাথায় রেখে বহুল ব্যবহৃত পরীক্ষাগুলোর নাম, উদ্দেশ্য ও সর্বোচ্চ আনুমানিক খরচ তুলে ধরা হলো।

🏥 উল্লেখিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার

ইবনে সিনা ডায়াগনস্টিক

পপুলার ডায়াগনস্টিক সেন্টার

ল্যাবএইড ডায়াগনস্টিক

ইউনাইটেড হাসপাতাল,ঢাকা

স্কয়ার হাসপাতাল

এভারকেয়ার হাসপাতাল

বিএসএমএমইউ (পিজি হাসপাতাল – সরকারি)

🧪 কোন রোগে কোন টেস্ট করা হয়

🩸 রক্ত পরীক্ষা

CBC: রক্তের যে কোনো সমস্যা,সংক্রমণ,প্লাটিলেট বা হিমোগ্লোবিন অবস্থা
সর্বোচ্চ খরচ: ৳৬০০

Hb%: রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) আছে কিনা
সর্বোচ্চ খরচ: ৳৩০০

HBsAg: হেপাটাইটিস বি শনাক্ত
সর্বোচ্চ খরচ: ৳১,২০০

SGPT (ALT): লিভারের কার্যকারিতা
সর্বোচ্চ খরচ: ৳৬০০

RBS: তাৎক্ষণিক ডায়াবেটিস পরীক্ষা

সর্বোচ্চ খরচ: ৳৩০০

HbA1c: দীর্ঘমেয়াদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ অবস্থা
সর্বোচ্চ খরচ: ৳১,৫০০

🧠 হরমোন ও বিশেষ পরীক্ষা

T3: থাইরয়েড হরমোন
সর্বোচ্চ খরচ: ৳৮০০

T4: থাইরয়েড হরমোন
সর্বোচ্চ খরচ: ৳৮০০

TSH: থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা
সর্বোচ্চ খরচ: ৳১,২০০

LH: নারীদের ডিম্বস্ফোটন ও হরমোন সমস্যা
সর্বোচ্চ খরচ: ৳১,৫০০

FSH: সন্তান ধারণে সহায়ক হরমোন পরীক্ষা
সর্বোচ্চ খরচ: ৳১,৫০০

🧫 কিডনি ও প্রস্রাব পরীক্ষা
S. Creatinine: কিডনির অবস্থা
সর্বোচ্চ খরচ: ৳৫০০

Urine R/M/E: প্রস্রাবে সংক্রমণ
সর্বোচ্চ খরচ: ৳৪০০

Urine C/S: প্রস্রাবের জীবাণু শনাক্ত
সর্বোচ্চ খরচ: ৳১,২০০

💩 পায়খানা পরীক্ষা
Stool R/M/E: পায়খানায় কৃমি বা সংক্রমণ
সর্বোচ্চ খরচ: ৳৪০০

Stool C/S: ডায়রিয়া বা ব্যাকটেরিয়া শনাক্ত
সর্বোচ্চ খরচ: ৳১,২০০

আল্ট্রাসনোগ্রাম ও ইমেজিং

USG of Whole Abdomen (W/A): পুরো পেটের পরীক্ষা
সর্বোচ্চ খরচ: ৳৩,৫০০

USG of KUB: কিডনি,ইউরেটার ও মূত্রথলি

সর্বোচ্চ খরচ: ৳৩,০০০

❤️ হৃদ্‌যন্ত্র পরীক্ষা

Echo Cardiogram (Echocardiography): হৃদ্‌যন্ত্রের গঠন ও কার্যকারিতা

সর্বোচ্চ খরচ: ৳৬,০০০ – ৳৮,০০০
(ইউনাইটেড ও এভারকেয়ার হাসপাতালে খরচ তুলনামূলক বেশি)

🏛️ সরকারি হাসপাতালে খরচ কত?

বিএসএমএমইউ ও সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে একই পরীক্ষার খরচ সাধারণত ৫০–৭০ শতাংশ কম।

CBC: ৳২০০–৩০০
আল্ট্রাসনোগ্রাম: ৳৫০০–১,৫০০

🗣️ বিশেষজ্ঞ মতামত

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন,> “সব রোগে সব টেস্ট দরকার নেই।উপসর্গ অনুযায়ী নির্দিষ্ট পরীক্ষা করালে খরচ যেমন কমে,তেমনি রোগ নির্ণয়ও দ্রুত হয়।সরকারি হাসপাতাল ও স্বীকৃত ডায়াগনস্টিক সেন্টার বেছে নেওয়াই নিরাপদ।”

আরও খবর

Sponsered content