প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৮:৪৬:০৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।দেশে স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে সাধারণ মানুষকে সবচেয়ে বেশি যে প্রশ্নের মুখে পড়তে হয়,তা হলো—কোন রোগে কোন টেস্ট করাতে হয় এবং সর্বোচ্চ কত টাকা লাগতে পারে?বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে একই পরীক্ষার খরচ ভিন্ন ভিন্ন হওয়ায় বিভ্রান্তি আরও বাড়ে। এসব বিষয় মাথায় রেখে বহুল ব্যবহৃত পরীক্ষাগুলোর নাম, উদ্দেশ্য ও সর্বোচ্চ আনুমানিক খরচ তুলে ধরা হলো।

🏥 উল্লেখিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার
ইবনে সিনা ডায়াগনস্টিক
পপুলার ডায়াগনস্টিক সেন্টার
ল্যাবএইড ডায়াগনস্টিক
ইউনাইটেড হাসপাতাল,ঢাকা
স্কয়ার হাসপাতাল
এভারকেয়ার হাসপাতাল
বিএসএমএমইউ (পিজি হাসপাতাল – সরকারি)
🧪 কোন রোগে কোন টেস্ট করা হয়
🩸 রক্ত পরীক্ষা
CBC: রক্তের যে কোনো সমস্যা,সংক্রমণ,প্লাটিলেট বা হিমোগ্লোবিন অবস্থা
সর্বোচ্চ খরচ: ৳৬০০
Hb%: রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) আছে কিনা
সর্বোচ্চ খরচ: ৳৩০০
HBsAg: হেপাটাইটিস বি শনাক্ত
সর্বোচ্চ খরচ: ৳১,২০০
SGPT (ALT): লিভারের কার্যকারিতা
সর্বোচ্চ খরচ: ৳৬০০
RBS: তাৎক্ষণিক ডায়াবেটিস পরীক্ষা
সর্বোচ্চ খরচ: ৳৩০০
HbA1c: দীর্ঘমেয়াদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ অবস্থা
সর্বোচ্চ খরচ: ৳১,৫০০
🧠 হরমোন ও বিশেষ পরীক্ষা
T3: থাইরয়েড হরমোন
সর্বোচ্চ খরচ: ৳৮০০
T4: থাইরয়েড হরমোন
সর্বোচ্চ খরচ: ৳৮০০
TSH: থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা
সর্বোচ্চ খরচ: ৳১,২০০
LH: নারীদের ডিম্বস্ফোটন ও হরমোন সমস্যা
সর্বোচ্চ খরচ: ৳১,৫০০
FSH: সন্তান ধারণে সহায়ক হরমোন পরীক্ষা
সর্বোচ্চ খরচ: ৳১,৫০০
🧫 কিডনি ও প্রস্রাব পরীক্ষা
S. Creatinine: কিডনির অবস্থা
সর্বোচ্চ খরচ: ৳৫০০
Urine R/M/E: প্রস্রাবে সংক্রমণ
সর্বোচ্চ খরচ: ৳৪০০
Urine C/S: প্রস্রাবের জীবাণু শনাক্ত
সর্বোচ্চ খরচ: ৳১,২০০
💩 পায়খানা পরীক্ষা
Stool R/M/E: পায়খানায় কৃমি বা সংক্রমণ
সর্বোচ্চ খরচ: ৳৪০০
Stool C/S: ডায়রিয়া বা ব্যাকটেরিয়া শনাক্ত
সর্বোচ্চ খরচ: ৳১,২০০
আল্ট্রাসনোগ্রাম ও ইমেজিং
USG of Whole Abdomen (W/A): পুরো পেটের পরীক্ষা
সর্বোচ্চ খরচ: ৳৩,৫০০
USG of KUB: কিডনি,ইউরেটার ও মূত্রথলি
সর্বোচ্চ খরচ: ৳৩,০০০
❤️ হৃদ্যন্ত্র পরীক্ষা
Echo Cardiogram (Echocardiography): হৃদ্যন্ত্রের গঠন ও কার্যকারিতা
সর্বোচ্চ খরচ: ৳৬,০০০ – ৳৮,০০০
(ইউনাইটেড ও এভারকেয়ার হাসপাতালে খরচ তুলনামূলক বেশি)
🏛️ সরকারি হাসপাতালে খরচ কত?
বিএসএমএমইউ ও সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে একই পরীক্ষার খরচ সাধারণত ৫০–৭০ শতাংশ কম।
CBC: ৳২০০–৩০০
আল্ট্রাসনোগ্রাম: ৳৫০০–১,৫০০
🗣️ বিশেষজ্ঞ মতামত
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন,> “সব রোগে সব টেস্ট দরকার নেই।উপসর্গ অনুযায়ী নির্দিষ্ট পরীক্ষা করালে খরচ যেমন কমে,তেমনি রোগ নির্ণয়ও দ্রুত হয়।সরকারি হাসপাতাল ও স্বীকৃত ডায়াগনস্টিক সেন্টার বেছে নেওয়াই নিরাপদ।”











