প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ৪:১২:৫৪ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, “নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না।” তিনি বর্তমান সরকারের ওপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের ক্রমাগত চাপের কঠোর সমালোচনা করেন।

কারকি বলেন,“রাজনৈতিক দলগুলো আমাদের কঠোর সমালোচনা করছে; কেউ কেউ প্রতিদিন সরকার ছাড়ার হুমকি দিচ্ছে।জেন-জি তরুণরাও প্রতিদিন বলছে—আজ ছাড়ো,কাল ছাড়ো।কিন্তু সরকার ছাড়ার অর্থ কী?”
তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাজকে একটি ‘আকস্মিক ঝড়ের’ সঙ্গে তুলনা করে উল্লেখ করেন, “আমরা অনেকটা পেন্ডুলামের মতো হয়ে গেছি।সব বাধা ও অপমান সহ্য করে আমরা ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছি।প্রায় ২৫ থেকে ৩০ জন জেন-জি তরুণ একেকজন একেক রকম দাবি নিয়ে আসছে। আমরা যেখানেই যাচ্ছি,কোথাও শান্তি পাচ্ছি না।”
প্রধানমন্ত্রী কারকি জানান,তাদের প্রশাসন নেপালকে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় না।তিনি বলেন,“আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে নেপালকে বাংলাদেশ হতে দেব না।আমরা বাংলাদেশ চাই না।”
সূত্র: সমকাল, হেডলাইন নেপাল












