সারাদেশের খবর

শৈলকুপায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর গোপনাঙ্গে সিগারেটের আগুনে নির্যাতনের অভিযোগ

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ১:৩০:৫২ প্রিন্ট সংস্করণ

শৈলকুপায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর গোপনাঙ্গে সিগারেটের আগুনে নির্যাতনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি।।ঝিনাইদহের শৈলকুপায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ভয়াবহ ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী,স্বামী নাজমুল খন্দকার সিগারেটের আগুন দিয়ে তার স্ত্রী শিউলির গোপনাঙ্গ পুড়িয়ে দেন।

নির্যাতনের শিকার শিউলি বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী শিউলি জানান,পারিবারিক কলহের জেরে তার স্বামী নাজমুল খন্দকার দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। সর্বশেষ নির্যাতনের একপর্যায়ে তাকে অমানবিকভাবে সিগারেটের আগুন দিয়ে গোপনাঙ্গে দগ্ধ করা হয়।

অভিযুক্ত নাজমুল খন্দকার শৈলকুপা উপজেলার হাবিবপুর মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তিনি কামরুল খন্দকারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার পর শিউলির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।চিকিৎসকরা জানিয়েছেন,তার অবস্থা আশঙ্কাজনক এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে এখনও পর্যন্ত অভিযুক্ত স্বামীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মানবাধিকারকর্মীরা বলছেন,এ ধরনের বর্বর নির্যাতন সমাজে ভয়াবহ অপরাধের নজির এবং দ্রুত আইনি ব্যবস্থা না নিলে নারীদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content