জাতীয়

পুলিশ সদরদপ্তরে ছয় ডিআইজি পদে রদবদল

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৫ , ৫:১১:৩১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পুলিশ সদরদপ্তরের অ্যাডমিনিস্ট্রেশনসহ ছয়টি ডিআইজি পদে রদবদল করা হয়েছে।বর্তমানে কর্মরত ও সদ্য যোগদান করা ছয়জন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক অফিস আদেশে এ রদবদল কার্যকর করা হয়।

অফিস আদেশ অনুযায়ী—

পুলিশ সদরদপ্তরের লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তাপতুন নাসরীনকে ডিআইজি হেডকোয়ার্টার্স পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আশিক সাঈদকে ডিআইজি (ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সারোয়ার মুর্শেদ শামীমকে বদলি করে লজিস্টিকস বিভাগের ডিআইজি করা হয়েছে।

আতিকুর রহমানকে ডিআইজি (ফিন্যান্স) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আর মোস্তাফিজুর রহমানকে ডিআইজি (ডেভেলপমেন্ট) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সদরদপ্তরের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ করতে এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও খবর

Sponsered content