সারাদেশ

মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কমিশনের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে জেনে সন্তুষ্টি প্রকাশ করছেন-মিজ গুয়েন লুইজ

  প্রতিনিধি ২ মার্চ ২০২৩ , ৪:০৭:৪১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ড. কামাল উদ্দিন আহমেদ জানান, নবগঠিত কমিশন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়মিত পর্যবেক্ষণ করছে।যেখানেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে সেটা কমিশন দ্রুত আমলে নিচ্ছে।দেশের মানুষকে মানবাধিকারের বিষয়ে সচেতন করা ও সমাজে মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে,কমিশন সোচ্চার থাকবে।

মিজ গুয়েন লুইজ মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কমিশনের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে জেনে সন্তুষ্টি প্রকাশ করেন।তিনি পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতি,শহরে বসবাসরত ভাসমান জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা,কমিশন থেকে সাম্প্রতিক কাশিমপুর কারাগার পরিদর্শন বিষয়ে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন।

সভায় আরও ছিলেন কমিশনের সচিব নারায়ণ চন্দ্র সরকার, উপ-পরিচালক ফারহানা সাঈদ এবং জাতিসংঘ আবাসিক সমন্বয়কের কার্যালয়ের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা জাহিদ হোসেন।

আরও খবর

Sponsered content