সারাদেশ

১৬ সেপ্টেম্বর এমআরটি-৫ নর্দান রুটের উদ্বোধন স্থগিত করা হয়েছে

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৩ , ২:১২:৩০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর তৃতীয় মেট্রোরেল নির্মাণ করা হবে হেমায়েতপুর থেকে ভাটারার মধ্যে।এমআরটি লাইন-৫, নর্দান রুট নামে অভিহিত মেট্রোর এই লাইনের গ্রাউন্ড ব্রেকিং তথা নির্মাণ কাজ আগামী ১৬ সেপ্টেম্বর উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা ছিল।গত ২০ আগস্ট সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তবে এখন প্রকল্প কর্তৃপক্ষ বলছে,১৬ সেপ্টেম্বর এমআরটি-৫ নর্দান রুটের উদ্বোধন স্থগিত করা হয়েছে।

এমআরটি-৫ (নর্দান রুট) এর প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান জানিয়েছেন,ওই দিন (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী প্রকল্পটি উদ্বোধনের জন্য সময় দিতে পারবেন না বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।আজ প্রধানমন্ত্রী ভারত থেকে দেশে ফেরার পর প্রকল্পটি উদ্বোধনের জন্য নতুন করে সময়-সূচি ঠিক করে প্রকল্প কর্তৃপক্ষকে জানানো হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এ মেট্রোরেলের দৈর্ঘ্য ২০ কিলোমিটার।এর মধ্যে সাড়ে ১৩ কিলোমিটার অংশ পাতালপথে (আন্ডারগ্রাউন্ড) আর সাড়ে ছয় কিলোমিটার অংশ নির্মাণ করা হবে উড়ালপথে (এলিভেটেড)।

ঢাকায় মেট্রোরেল নির্মাণের জন্য যে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ঠিক করে দিয়েছে সরকার,তাতে এই মেট্রোর কাজ শেষ করার লক্ষ্য ধরা হয়েছে ২০২৮ সালে।বাংলাদেশী মুদ্রায় এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ২৩৮ কোটি ৫৫ লাখ টাকা।

আরও খবর

Sponsered content