প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৫ , ১২:২৭:২১ প্রিন্ট সংস্করণ
মাজহারুল ইসলাম।।রাজনীতিকে যারা কেবল বক্তব্য, আবেগ বা মুহূর্তের সিদ্ধান্তের সমষ্টি বলে মনে করেন, তাদের জন্য মির্জা আব্বাসের সাম্প্রতিক মন্তব্য— “রাজনীতি এত সহজ না”—একটি বাস্তবতার সতর্ক বার্তা।সরে দাঁড়ানো বা রাজনৈতিক ভূমিকা সীমিত করার প্রসঙ্গকে যেভাবে হালকাভাবে ব্যাখ্যা করা হচ্ছে,সেটিই আসলে বাংলাদেশের রাজনীতির চিরচেনা সমস্যার প্রতিফলন: গভীর প্রেক্ষাপট না বুঝে তাৎক্ষণিক সিদ্ধান্ত টেনে নেওয়ার প্রবণতা।

মির্জা আব্বাসের মতো অভিজ্ঞ রাজনীতিকের ক্ষেত্রে ‘সরে দাঁড়ানো’ শব্দটি যতটা না ব্যক্তিগত সিদ্ধান্তের ইঙ্গিত,তার চেয়ে বেশি রাজনৈতিক কৌশল,সময় নির্বাচন এবং দলের সামগ্রিক স্বার্থের সঙ্গে জড়িত।রাজনীতি কখনোই সরলরৈখিক নয়।এখানে এক ধাপ পেছনে যাওয়া অনেক সময় দুই ধাপ এগোনোর কৌশল হয়ে ওঠে—এই বাস্তবতা নতুন নয়।
বর্তমান রাজনৈতিক পরিবেশে বিরোধী রাজনীতির পরিসর সংকুচিত,চাপ বহুমাত্রিক এবং ঝুঁকি সুস্পষ্ট।এমন বাস্তবতায় দায়িত্বশীল রাজনীতিকেরা প্রকাশ্য বক্তব্যে সংযত থাকবেন, অবস্থান পুনর্বিবেচনা করবেন—এটাই স্বাভাবিক। এটিকে দুর্বলতা বা পরাজয় হিসেবে দেখার প্রবণতা রাজনৈতিক অজ্ঞতারই বহিঃপ্রকাশ।
মির্জা আব্বাসের বক্তব্য মূলত একটি বার্তা দেয়—রাজনীতি আবেগে নয়,হিসাব-নিকাশে চলে।এখানে ব্যক্তির চেয়ে দলের ভবিষ্যৎ,মুহূর্তের জনপ্রিয়তার চেয়ে দীর্ঘমেয়াদি লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ।যারা রাজনীতিকে হালকাভাবে নেন,তারাই বারবার ভুল ব্যাখ্যায় পৌঁছান।
রাজনীতি সহজ নয় বলেই এখানে নীরবতা কখনো শক্তি, ধৈর্য কখনো কৌশল এবং অপেক্ষা অনেক সময় সবচেয়ে বড় সিদ্ধান্ত।মির্জা আব্বাসের মন্তব্য সেই পুরোনো সত্যকেই নতুন করে মনে করিয়ে দেয়।

















