প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৪২:১৪ প্রিন্ট সংস্করণ
মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশালের মেহেন্দীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি ৬৮০ গ্রাম গাঁজা জব্দ করেছে।
কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান,গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার (২৯সেপ্টেম্বর) ২০২৫ তারিখ রাত ৮ টার সময় কোস্ট গার্ড স্টেশন কালীগঞ্জ ও মেহেন্দীগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে বরিশালের মেহেন্দীগঞ্জ থানাধীন উত্তর উলানিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে উক্ত এলাকার জঙ্গলের প্বার্শ হতে তল্লাশি করে প্রায় ৮০ হাজার ৪শত টাকা মূল্যের ২ কেজি ৬৮০ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।এসময় কাউকে আটক করতে পারে নি।

জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াল থাবা হতে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।।















