প্রতিনিধি ৮ অক্টোবর ২০২২ , ১:৪৬:১৯ প্রিন্ট সংস্করণ
নাটোর প্রতিনিধি।।নাটোরের বাগাতিপাড়ায় এক বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্তকে আটক করেছে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫ । আটককৃত হলেন উপজেলার ডুমরাই রামপাড়া গ্রামের মৃত তৈয়ব মোল্লার ছেলে মনিরুল ইসলাম নয়ন (২৭)। শুক্রবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মহানগরীর মতিঝিল থানার আরামবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, মনিরুল ইসলাম নয়নের স্ত্রী গর্ভবতী হওয়াই গৃহস্থালীর কাজ কর্ম করতো প্রতিবেশী বাক প্রতিবন্ধী কিশোরী। সেই সুযোগে প্রতিবন্ধী কিশোরীর উপর কু-নজর দিত নয়ন। একপর্যায়ে প্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণ করে মনিরুল ইসলাম নয়ন। আর সেই ঘটনা দেখে ফেলে নয়নের স্ত্রী মানসুমা বেগম। পরবর্তিতে নয়নের সাথে তার স্ত্রীর পারিবারিক কলহ সৃষ্টি হলে ঘটনাটি সকলের কাছে প্রকাশ করে। প্রতিবন্ধী কিশোরীর কাছে জানতে চাইলে ইশারা ইঙ্গিতের মাধ্যমে ঘটনা পরিবারের কাছে জানায়। এঘটনায় প্রতিবন্ধী কিশোরীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর ধর্ষণ মামলা গ্রহন করে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।
গত শুক্রবার (৭ অক্টোবর) রাতে র্যাব-৩, টিকাটুলি, ঢাকা এর সহায়তায় ঢাকা মহানগরীর মতিঝিল থানার আরামবাগ এলাকায় কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মনিরুল ইসলাম নয়নকে আটক করে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, মামলার পর থেকেই অভিুক্তকে আটকের চেষ্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। গত শুক্রবার রাতে অভিুক্তকে আটক করে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫। আটককৃতকে শনিবার সকালে নাটোর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

















