প্রতিনিধি ৩ জুলাই ২০২৫ , ৩:০৮:৫৪ প্রিন্ট সংস্করণ
রবিউল ইসলাম রবি।।দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীনের বিরুদ্ধে ৫ কোটি টাকা মানহানীর মামলা করেছেন কেন্দ্রীয় বিএনপির বরিশালের সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) ও সাবেক এমপি বিলকিস জাহান শিরিন।

বৃহস্পতিবার ৩ জুলাই বরিশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে তিনি এই মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে আসামীর প্রতি সমন ইস্যু করেছেন।মামলা নং সি. আর ১৩৮৯/২৫(কোতোয়ালি)।
মামলা দায়ের করার পর বরিশাল বার লাইব্রেরী মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাবেক এমপি বিলকিস জাহান শিরিন।
উল্লেখ্য,বিএনপির এই নেত্রীর বিরুদ্ধে গতবছর আগষ্ট ও নভেম্বর মাসে ১০ কোটি টাকা লোপাট ও রাতের আধারে জমি দখল সংক্রান্ত দুটি সংবাদ প্রকাশিত হয় জাতীয় দৈনিক যুগান্তর এ।এ সকল সংবাদ প্রকাশের পর বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করে বিএনপি।
















