অপরাধ-আইন-আদালত

আসামি যে কোন সময়,মামলা চলাকালীন সময় সে দেশের বাহিরে চলে যাতে পারে কিনা?

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৫ , ৫:৪৯:৪৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।এ প্রসঙ্গে ব্যারিস্টার আনজুমান আরা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।অনেক সময় অনেক আসামীদের বিরুদ্ধে শক্তভাবে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা থাকে।অনেক সময় কোর্ট যদি মনে করে, এ আসামি যে কোন সময়,মামলা চলাকালীন সময় সে দেশের বাহিরে চলে যাতে পারে কিনা এক্ষেত্র কোর্ট চাইলে আসামির পাসপোর্ট নিজের জিম্মায় রাখতে পারে, প্রশ্ন হচ্ছে সব মামলায় ই কি দেশ ত্যাগ এ নিষেধাজ্ঞা থাকে কি না?

উত্তরে তিনি জানান,অবশ্যই সব মামলায় বিদেশ যাওয়া ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই।যদি আপনার বিরুদ্ধে ভরণপোষণের মামলা থাকে অথাবা,পরিবারের মামলা থাকে কিংবা দেওয়ানী আদালতে মামলা থকে সেক্ষেত্রে বিদেশ ভ্রমণে কোন বাধা নেই। কিন্তু আপনার বিরুদ্ধে যদি ক্রিমিনাল বা ফৌজদারি মামলা থাকে তাহলে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আছে।এখন প্রশ্ন হলো মানুষ কিভাবে বুঝলে কোন মামলায় নিষেধাজ্ঞা আছে!তিনি জানান,যদি একটা মাপকাঠিতে দাড় করানো হয়,যে মামলায় আপনি অভিযুক্ত প্রমাণিত হোন,আপবার বিরুদ্ধে কোর্ট রায় বা জাজমেন্ট দিয়ে দেয় তাহলে,এবং শাস্তি যদি জেল হয়।

তাহলে ওই সম্পর্কিত যে অপরাধ গুলো আপনি করবেন, তাহলে আপনার উপর দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকবে।সম্পত্তি বা মালিকানা সম্পর্কিত মামলায়,সেক্ষেত্রে বিদেশে ভ্রমণে কোন নিষেধাজ্ঞা নেই।

আরও খবর

Sponsered content