প্রতিনিধি ১৪ জুলাই ২০২৪ , ৩:৩৩:০৮ প্রিন্ট সংস্করণ
মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সারা দেশের ন্যায় মেহেন্দিগঞ্জ উপজেলায় বনায়নের প্রকল্পের আওতায় বিনামূল্যে কয়েক হাজার ফলজ ও বনজ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৪ জুলাই) উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সংরক্ষিত এমপি ডক্টর শাম্মি আহমেদ।
এসময় তিনি বলেন,জলবায়ু পরিবর্তনের কারণে পুরো পৃথিবী আজ হুমকির মুখে।জলবায়ু পরিবর্তনের হাত থেকে দেশকে রক্ষা করতে গাছ লাগানোর বিকল্প নেই।মেহেন্দিগঞ্জের প্রত্যেকটি এলকায় এ চারা গাছ রোপণ করা আহ্বান জানান। আপনাদের যেখানে খালি জায়গা আছে অন্তত একটি করে গাছ লাগান।মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব আহমেদ,সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু,সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুল মকিম তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ জব্বার কানন,সহ-সভাপতি ইদ্রিস আলী বেপারি,কাজীরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য জিল্লুর রহমান মিয়া,বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সৈয়দ মনির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা,যুগ্ম-সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন,বীরমুক্তিযোদ্ধা শহীদ শাহ, চেয়ারম্যান আমিরুল ইসলাম বেল্লাল মোল্লা,চেয়ারম্যান মিলন চৌধুরী,চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজি,চেয়ারম্যান ইমরান এইচ বাপ্পি,বনবিভাগের কর্মকর্তাসহ আরো অনেকে।পরে প্রধান অতিথি ড. শাম্মি আহমেদ চরহোগলা ওয়ার্ডের একটি টিয়ার প্রকল্পের রাস্তা পরিদর্শন করেন।

















