রাজনীতি

আওয়ামী লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ থাকবে-ওবায়দুল কাদের

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৪ , ৬:৫৩:৫৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।উপজেলা নির্বাচনের সময় আওয়ামী লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,আমাদের উপজেলা পর্যায়ে নির্বাচন হচ্ছে। সামনে প্রথম ধাপের নির্বাচন হবে। ্এই নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সম্মেলন,কমিটি গঠন হবে না।এসব প্রক্রিয়া বন্ধ থাকবে।

মন্ত্রী-এমপির নিকটাত্মীয়দের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন,নিকটজনেরা নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে।যারা ভবিষ্যতে করতে চায় তাদেরও নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। যারা আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।সে অনুযায়ী তালিকা তৈরি করা হচ্ছে।

নির্দেশনা দেওয়া হলেও অনেকেই এখনো নির্বাচনে আছেন- এ প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন,প্রত্যাহারের তারিখ শেষ হোক,তার আগে এ বিষয়ে কীভাবে বলা যাবে?

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ,আ ফ ম বাহাউদ্দিন নাছিম,সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক,এস এম কামাল হোসেন,সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ,উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

আরও খবর

সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকার আমলে দেশের অবস্থা: দুর্নীতিতে চ্যাম্পিয়ন,তারেক রহমানের জেল ও দেশত্যাগ

সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকার আমলে দেশের অবস্থা: দুর্নীতিতে চ্যাম্পিয়ন,তারেক রহমানের জেল ও দেশত্যাগ

গোপন চুক্তি’ বাস্তবায়নের নীলনকশা: পরিকল্পিত আগুনে ছাই কার্গো ভিলেজ,লক্ষ্য বিমানবন্দর হস্তান্তর

পাল্টা গণ–অভ্যুত্থানের চেষ্টা করা হলে আপনাদের জানাজা পড়ার লোক খুঁজে পাবে না-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা

উমামা ফাতেমার নিজ সংগঠনের প্রতি বিন্দুমাত্র কমিটমেন্ট (অঙ্গীকার) ছিল কি না,সেই প্রশ্ন তুলেছেন-সভাপতি রিফাত রশীদ

বরিশালে আ.লীগ নেতার নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি তুলে ধরেনি-সেতুমন্ত্রী,ওবায়দুল কাদের এমপি

Sponsered content