রাজনীতি

যুক্তরাষ্ট্রের নির্বাচনি মূল্যায়ন টিমের সঙ্গে বৈঠক করেছেন-বিএনপি

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৪ , ৪:৪৭:০৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিএনপির সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনি মূল্যায়ন টিম। মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বৈঠক হয়।

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা দলটি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছে।

জানা যায়,বৈঠকে বিএনপির পক্ষে সহ-স্বনির্ভরবিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি,মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার ও মাহমুদা হাবিবা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে প্রাক-নির্বাচনি অবস্থা মূল্যায়ন করতে কয়েক মাস ধরে ঢাকায় অবস্থান করছেন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সদস্যরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে,বৈঠকে নির্বাচন বয়কটের কারণ,নির্বাচনি পরিবেশ এবং চলমান আন্দোলন প্রসঙ্গে মার্কিন নির্বাচনি পর্যবেক্ষক দলকে অবহিত করেছে বিএনপি।

আরও খবর

Sponsered content

আরও খবর: রাজনীতি

বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি