অপরাধ-আইন-আদালত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে ২৯ যানবাহনকে এক লাখ ছয় হাজার ৫০০ টাকা জরিমানা

  প্রতিনিধি ৪ মে ২০২৩ , ৪:৫১:৩১ প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি।।অনিয়ম করায় ও কাগজপত্র ঠিক না থাকায় পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া মহাসড়ক হিসেবে খ্যাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে ২৯ যানবাহনকে এক লাখ ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত পদ্মা সেতু ও ওই এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই জরিমানা করে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের দায়িত্বরত বিশেষ টিম।

নির্ধারিত লেন পরিবর্তন,অতিরিক্ত গতি,লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র ঠিক না থাকায় ১৭ যাত্রীবাহী বাস,আট প্রাইভেটকার,এক পিকআপ,এক মোটরসাইকেল ও দুই মাইক্রোবাসের চালককে এই টাকা জরিমানা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান বলেন,পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে নির্দেশনাগুলো নিশ্চিত করতে নিয়মিত দায়িত্ব পালন করছে মুন্সীগঞ্জ ট্রাফিক বিভাগ।আজ সকাল থেকে বিকাল পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালনকালে নির্দেশনা অমান্য করার দায়ে ২৯ যানবাহনের চালককে সর্বমোট এক লাখ ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আরও খবর

Sponsered content